ওয়ানডেতে ক্যারিয়ারসেরা র্যাংকিংয়ে শান্ত
দৈনিকসিলেটডেস্ক
আফগানিস্তানের কাছে সিরিজ হেরে ওয়ানডে র্যাংকিংয়ে নয় নম্বরে চলে গেছে বাংলাদেশ। দল পিছিয়ে গেলেও ব্যক্তিগত পারফরম্যান্সে র্যাংকিংয়ে এগিয়েছেন বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার। এর মধ্যে আছেন নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান।
সবচেয়ে ভালো করেছেন শান্ত। ব্যাটিং র্যাংকিংয়ে এক লাফে ১১ ধাপ এগিয়েছেন বাঁহাতি টাইগার ব্যাটার। আইসিসির হালনাগাদ ওয়ানডে ব্যাটিং র্যাংকিংয়ে দেখা গেছে, যৌথভাবে ২৩তম অবস্থানে আছেন শান্ত। বাংলাদেশিদের মধ্যে এখন শান্তই সবার শীর্ষে। এর আগে র্যাংকিংয়ে কখনো ২৩ বা তার ওপরে যেতে পারেননি এই বাঁহাতি।
শান্তর সঙ্গে ২৩তম স্থান ভাগাভাগি করছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। দুই জনেরই রেটিং পয়েন্ট সমান ৬০৪।
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টিতে যথাক্রমে ৪৭ ও ৭৬ রান করেন শান্ত। কিন্তু কুঁচকির চোটের কারণে তৃতীয় ও শেষ ওয়ানডে থেকে ছিটকে যান বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক।
শেষ ওয়ানডেতে ৯৮ রানের ইনিংস খেলে র্যাংকিংয়ে ১০ ধাপ ওপরে উঠেছেন মাহমুদউল্লাহ। এখন ৪৪তম অবস্থানে আছেন ডানহাতি অভিজ্ঞ এই ব্যাটার। অন্যদিকে ৭ ধাপ অবনতি হয়ে ৩০তম স্থানে আছেন মুশফিকুর রহিম। আফগানিস্তান সিরিজ থেকে বাদ পড়া লিটন দাসের ৮ ধাপ অবনতি হয়ে জায়গা হয়েছে ৬৪তম স্থানে।
বোলিংয়ে এগিয়েছেন মিরাজ ও মোস্তাফিজ। ৯ ধাপ এগিয়ে দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিদির সঙ্গে যৌথভাবে ২৩তম স্থানে আছেন মিরাজ। ৬ ধাপ এগিয়ে অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্সের সঙ্গে ৩৬তম স্থান ভাগাভাগি করছেন মোস্তাফিজ।
বরাবরের মতোই ব্যাটিং র্যাংকিংয়ের শীর্ষে আছেন পাকিস্তানের বাবর আজম। বোলিংয়ে শীর্ষে আছেন আরেক পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি।