ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবেলায় শাবিপ্রবিতে আয়োজিত হবে জাতীয় প্রতিযোগিতা
শাবিপ্রবি প্রতিনিধি
‘যেখানে কৌশল প্রযুক্তির সঙ্গে মেলে’ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যবসায়িক মাঠে নানা চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জাতীয় ব্যবসায়িক কেস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার বিকালে শাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের সাধারণ সম্পাদক আজমাঈন আরবেসাম জানান, আগামী ২২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে প্রধান আলোচক হিসেকে উপস্থিতি থাকবেন সাদমান সাদিক।
এ প্রতিযোগিতার ২৯ নভেম্বর প্রতিযোগি দলগুলোকে ব্যবসা সম্পর্কিত বিভিন্ন সমস্যা প্রদান করবে শাবিপ্রবি ক্যারিয়ার ক্লাব। প্রতিযোগি দল ৪ ডিসেম্বরের মধ্যে ওইসব সমস্যার সমাধানের খসড়া কপি অনলাইনে জমা দিবে। ওইসব খসড়া দেখে সেরা প্রতিযোগি দলগুলোকে ১০ ডিসেম্বর সেমিফাইনাল পর্বের জন্য মনোনীত করা হবে। এরপর ১৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এর ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে।
এরআগে গত ২৫ অক্টোবর থেকে অনলাইনে এ প্রতিযোগিতার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে; ২৭ নভেম্বর পর্যন্ত এ নিবন্ধন চলবে। এতে নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৪১০ টাকা। এছাড়া প্রতিযোগীরা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় সরাসরি অথবা অনলাইনে নিবন্ধন করতে পারবে।
বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের আয়োজিত প্রতিযোগিতায় বাংলাদেশের মোট ৪০ টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে। বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিটি দল ৩-৪ জন সদস্য নিয়ে গঠন করা যাবে, যেখানে অবশ্যই একজন নারী শিক্ষার্থী হতে হবে।
ক্যারিয়ার ক্লাবের আয়োজক কমিটির সদস্যরা জানান, প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার, প্রথম রানার-আপ দলকে ৩০ হাজার ও দ্বিতীয় রানার-আপ দলকে ২০ হাজার টাকা প্রদান করা হবে। এছাড়া চ্যাম্পিয়ন দলের জন্য শ্রীমঙ্গলের ওয়াটারলিলি রিসোর্টে বিনামূল্যে ২ দিন ১ রাত থাকার সুযোগ দেওয়া থাকবে। ক্যারিয়ার ক্লাবের এই আয়োজনে স্পন্সর ‘সি-স্টেম’ ও স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে রয়েছে রবি।