লাউয়াচড়ায় বিষধর পদ্ম খূকরা সাপ অবমুক্ত
মোঃ মালিক মিয়া, কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ শমসেরনগর চাতলাপুর এলাকায় (১৩ নভেম্বর) বুধবার রাতে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামসুন্নাহার এর বাসার গৃহপালিত হাঁস মুরগির ঘরে অস্বাভাবিক মুরগের ডাক শুনে মুরগের ঘর দেখতে গেলে সেখানে সাপ দেখতে পেয়ে হাল্লা চিৎকার করলে আস পাশের লোকজন ছুটে আসেন। পরে অনেক খুজাখুজি করেও সাপটি পাওয়া যায় নি। পরবর্তীতে বৃহস্পতিবার সকালে সাপুড়ের মাধ্যমে সাপটি ধরা হয়। ঐদিন দুপুরে জাতীয় উদ্যান লাউয়াচড়া বনে অবমুক্ত করা হয়।
এসময়ব ন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম, কমলগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা,শামসুন্নাহার উপজেলা প্রশিক্ষিকা সানজিদা ও আনসার-ভিডিপি সদস্য আশরাফুল আলম উপস্থিত ছিলেন।