সুনামগঞ্জে নিখোঁজের ৯ দিন পর দুই তরুণী ঢাকা থেকে উদ্ধার
দৈনিকসিলেট প্রতিবেদক
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা থেকে ৯দিন পূর্বে নিখোঁজ দুই তরুণীকে প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে রাজধানী ঢাকার ডেমরা থেকে উদ্ধার করেছে পুলিশ। তার সম্পর্কে ভাইজি ও ফুফু।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) উদ্ধারকৃত তরুণীদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজীব রহমানের প্রচেষ্টায় তারা তাদের প্রিয়জনদের ফিরে পেয়েছেন।
পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কয়েক মাস পূর্বে পরিচয় হয় রাজধানী ঢাকার অনন্যা রায় নামের এক তরুণীর সঙ্গে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের কলেজপড়ুয়া দুই শিক্ষার্থী ছদ্মনাম মরজিনা (১৬) এবং আকলিমা (১৬) সাথে। এই পরিচয়ের সুত্র ধরেই দুই তরুণী গত ৪ নভেম্বর সকাল ১০টায় বাড়ি থেকে কলেজের উদ্দেশ্য বের হয়ে গেলেও ওই দিন আর তারা বাড়ি ফেরেনি নিখোঁজ হয়। আর পরিবারের কেউ তাদের সঙ্গে যোগাযোগ করতেও পারেনি। পরে ১০ নভেম্বর পরিবারের লোকজন মধ্যনগর থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করে। পরে মধ্যনগর থানা পুলিশ প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে রাজধানী ঢাকার ডেমরা থানার সারুলিয়া এলাকা থেকে ১৩ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় ওই নিখোঁজ দুই তরুণীকে উদ্ধার করে।
তরুণীদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের পরিচয় হয় অনন্যা রায়ের সঙ্গে। কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে, তারা কোনো পরিকল্পনা ছাড়াই ঢাকা চলে যায় এবং অনন্যা রায়ের সঙ্গে সাক্ষাৎ করে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজীব রহমান এতথ্য নিশ্চিত করে বলেন, উদ্ধার করার পর বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে উদ্ধারকৃত তরুণীদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সন্তাদের প্রতি নজরদারি রাখার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার করছে কিনা তাও দেখার আহবান জানান।