শ্রেণীকক্ষে শিক্ষকের ভূমিকায় সুনামগঞ্জের ডিসি
রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ
যোগদানের পর থেকে সুনামগঞ্জকে অপরাধমুক্ত করতে বদ্ধপরিকর। সাংবাদিক ও সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় সভায় জানতে চান সমস্যা-সম্ভাবনার কথা। এরপর থেকে কার্যকরী পদক্ষেপ। দীর্ঘদিনের চাঁদাবাজির কেন্দ্রস্থল ধোপাজানসহ বিভিন্ন নদীতে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধে মাঠে নামেন। বন্ধ করেন লুটপাটের মহোৎসব। অপরাধ বন্ধে সফল হওয়ায় সর্বস্তরের মানুষের প্রশংসায় ভুষিত হন সুযোগ্য জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। সুনামগঞ্জের জেলা প্রশাসক হিসেবে অর্পিত দায়িত্বপালন করছেন আদর্শিক সরকারি এই কর্মকর্তা।
এবার বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের দিলেন পাঠদান। বুধবার (১৩ নভেম্বর) জেলা শহরের লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিদর্শন করেন তিনি। এসময় ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান শেষে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক।
এদিকে, জেলা প্রশাসককে শিক্ষকের ভূমিকায় পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে সেসময়। পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার পরামর্শ প্রদান করেন। পরিদর্শনকালে প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।