বড়লেখায় যুবলীগ নেতা ও ওয়ারেন্টভূক্ত আসামি ইয়াবাসহ গ্রেপ্তার ২
তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখায় যুবলীগ নেতা ও ২’শ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ নভেম্বর) মধ্যে রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের ০৬নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক ফারুক ওরফে সাহাব উদ্দিন (৩৮)। সে সদর ইউনিয়নের বিওসি কেছরীগুল এলাকার দক্ষিণ ডিমাই গ্রামের ফরিছ আলীর ছেলে ও অপরজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামী আব্দুল আহাদ (২৪)। সে পৌর এলাকার বালুচর গ্রামের শামসুল ইসলামের ছেলে।
বড়লেখা থানা পুলিশ জানিয়েছে, ০৬ নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক ফারুক ওরফে সাহাব উদ্দিন ০৯(০৮) ২৪ (রাজনৈতিক) মামলায় সন্দীগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে জি-আর -৭৩/২৪ (বড়লেখা) এর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামী আব্দুল আহাদকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
বড়লেখা থানার এস আই অপু দাস গুপ্ত বিষয়টি নিশ্চিত করে শুক্রবার দুপুরে জানান, আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।