শাবিতে “না বলতে শিখুন” বইয়ের উপর পাঠচক্র করেছে পাঠকবন্ধু
দৈনিকসিলেট ডেস্ক :
“না বলতে শিখুন” বইয়ের উপর পাঠচক্র করেছে আজকের পত্রিকার পাঠকদের সংগঠন “পাঠকবন্ধু” শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা।
শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি সেন্টারে (ইউসি) এই পাঠচক্র অনুষ্ঠিত হয়।
পাঠকবন্ধু শাবিপ্রবি শাখার সদস্য সচিব সাগর হাসান শুভ্রের সঞ্চালনায় ও আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আল-আমিনের সভাপতিত্বে আলোচনা নিয়ে আসেন পাঠকবন্ধুর সদস্য আসাদুল্লাহ আসাদ।
প্রোগ্রামের শুরুতে পরিচিতি সভা, পাঠকবন্ধু নিয়ে শাবিপ্রবি শাখার বন্ধুদের ভাবনা ও আগামীতে পাঠকবন্ধুর নানান কর্মসূচি নিয়ে আলোচনা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, আজকের পত্রিকা শাবিপ্রবির প্রতিনিধি তানভীর হাসান, সিলেটের মাল্টিমিডিয়া রিপোর্টার রুমান আহমেদ সহ পাঠকবন্ধুর সদস্যরা।
আলোচনায় সভায় আসাদ বলেন, না -বলতে- শিখুন-বইটি রেনু সরনের লিখা। লেখক তার ভাবনার জগতের সাথে বাস্তবতার প্রতিচ্ছবি তুলে ধরেছেন। কথায় কথায় বিভিন্ন উদাহরণের মাধ্যমে তুলে ধরেছেন বিভিন্ন আনুষঙ্গিক সুবিধা ও অসুবিধা যেখানে ‘হ্যাঁ’ এবং ‘না’ বলার মাঝে লুকিয়ে আছে এক অন্যান্য প্রসঙ্গ ও সার্থকতা। কীভাবে স্মার্টলি সবকিছু অনুকূলে নিয়ে সমাধান করতে হয়, উত্তর দিতে হয়, মেইনটেইন করতে হয় সমাজের মানুষকে ও মানুষের সাথে সম্পর্কিত সকল কাজের সেক্টর ও একাডেমিয়ার শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা -কর্মচারীদের।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে পাঠকবন্ধুর আহ্বায়ক আল আমিন প্রথমেই জুলাই অভ্যুত্থানে শহিদদের প্রতি শ্রদ্ধা ও আহতের দ্রুত সুস্থ কামনা করেন। এসময় তিনি বলেন, জুলাই অভ্যুত্থান যে স্পিরিট নিয়ে তরুণরা যে দেশ পুনর্নির্মাণ এর উদ্যোগ নিয়েছে সেখানে পাঠক বন্ধু অংশ হয়ে দেশকে এগিয়ে নিতে কাজ করবে।