বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা শাখার আমীর হিসেবে অধ্যাপক রুকন উদ্দিনকে পুনরায় নির্বাচিত হয়েছেন। উপজেলা রুকনদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ২৫ ও ২৬ সালের জন্য তিনি আমীর নির্বাচিত হন।
শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলা সদরে রুকন সম্মেলন প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট মুহাম্মদ শামসউদদীন।
উপজেলা আমীর অধ্যাপক রুকন উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মুসলিম উদ্দিন সঞ্চালনায় রুকন সম্মেলনে শুরা সদস্য নির্বাচিত হন, সেলিম হায়দার, মাওলানা মুসলিম উদ্দিন, সফিকুল ইসলাম, ডাঃ আব্দুল হাকিম, মু. আনোয়ার উদ্দিন, তৈফুল ইসলাম, মহিউল ইসলাম মাসুম।