উদয় সমাজ কল্যাণ সংস্থার ১৮তম ওয়াজ মাহফিল ৬ ডিসেম্বর
দৈনিকসিলেট ডেস্ক :
উদয় সমাজ কল্যাণ সংস্থা সিলেট এর ১৮তম ওয়াজ মাহফিল ৬ ডিসেম্বর শুক্রবার বেলা ২টা হতে রাত ১২টা পর্যন্ত সিলেট নগরীর ৫নং ওয়ার্ডের প্রথম গলিতে অনুষ্ঠিত হবে।
প্রধান অতিথি হিসেবে ওয়াজ মাহফিলে তাফসির পেশ করবেন মাওলানা মুস্তাক আহমদ খান, খতীব শাহী ঈদগাহ ও বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ সিলেট, মাওলানা নাজমুদ্দিন কাসেমী, খতিব নাইওরপুল জামে মসজিদ সিলেট, মাওলানা মুফতি নাসির উদ্দিন, (বি-বাড়িয়া ) ইমাম ও খতীব খাসদবীর মদনী জামে মসজিদ সিলেট, মাওলানা কারী শিহাব উদ্দিন শিবলী, মোহতামিম মোহাম্মদনগর হাফিজিয়া নুরানীয়া মাদ্রাসা বড়লেখা সিলেট, মাওলানা ওয়াহিদুল হক (সুনামগঞ্জী), মাওলানা সামসুল ইসলাম হাদী (জকিগঞ্জী) ইমাম ও খতীব বায়তুল জান্নাত জামে মসজিদ লেচুবাগান সিলেট, মাওলানা আফতাব উদ্দিন (কানাইঘাট ) ইমাম ও খতীব চৌকিদেখী আঙ্গুর মিয়া জামে মসজিদ সিলেট।
এতে সকল ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন উদয় সমাজ কল্যাণ সংস্থা সিলেটের সভাপতি সজিবুর রহমান রুবেল।