বিশ্বনাথে ডেফোডিল মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
বিশ্বনাথ প্রতিনিধি
বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন আয়োজিত ‘৩য় ডেফোডিল মেধাবৃত্তি পরীক্ষা’ শনিবার (১৬ নভেম্বর) সকালে পৌর শহরের রামসুন্দর সরকারি অগ্রগ্রামী মডেল উচ্চ বিদ্যালয়ে ব্যাপক উৎসাহ-উদ্দিপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলা মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার ৬০টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ৯ম শ্রেণীর প্রায় ২ শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করেন।
‘৩য় ডেফোডিল মেধাবৃত্তি পরীক্ষা’ চলাকালীন সময়ে পরীক্ষার হল পরিদর্শন করেন উপজেলার বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শাহীনুজ্জামান চৌধুরী, রামসুন্দর সরকারি অগ্রগ্রামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, সহকারী প্রধান শিক্ষক আব্দুল বারী, সহকারী শিক্ষক নাজমুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, শাহ তাহির আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল বাশার, উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা সাদেক আলী, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, বর্তমান সাধারণ সম্পাদক নবীন সোহেল, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ থিয়েটারের সভাপতি আনহার আলী, বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার সাবেক সভাপতি আলতাফ হোসেন, শফিক আহমদ পিয়ার মেম্বার, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সাবেক সভাপতি কাওছার আহমদ বাপ্পী, রেসকিউ ফাউন্ডেশনের সভাপতি আব্দুন নূর তুষার প্রমুখ নেতৃবৃন্দ।
মেধাবৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সভাপতি এমদাদ হোসেন নাঈম ও কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন সংগঠনের সাবেক সভাপতি তন্ময় দেবরায়। শীঘ্রই বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ করা হবে ও শিক্ষাক্ষেত্রের উন্নয়নে এরকম আয়োজন ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে জানান বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের নেতৃবৃন্দ।