মাধবপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২
নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরের সাজাপ্রাপ্ত পলাতক ও পরোয়ানাভুক্ত দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৬ নভেম্বর) রাত ৩টায় মাধবপুর উপজেলার বেজুড়াতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, একটি জিআর মামলায় (২৭৮/১৬) আদালত কর্তৃক ৬ মাসের সশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত মাধবপুর উপজেলার পশ্চিম মাধবপুর এলাকার হোসেন আলী শিকদারের ছেলে সোহেল মিয়া দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল।
শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহেলকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। পৃথক অভিযানে জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রাম থেকে বাচ্চু মিয়ার ছেলে সুজন মিয়াকে (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ।সুজন একটি জিআর মামলায় (২১৫/২৪) মামলার ওয়ারেন্টভুক্ত আসামী।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।।