আদর্শ যুব সংঘ বাল্লারপারের ওয়াজ মাহফিল ৩০ নভেম্বর
মোঃ মালিক মিয়া, কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদর্শ যুব সংঘ বাল্লারপার এর উদ্যোগে ৯তম ওয়াজ মাহফিল আগামী ৩০ নভেম্বর কমলগঞ্জ বহুমুখী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৯.টা ৩০ মিনিট হতে বা’দ আছর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
প্রধান অতিথি হিসেবে ওয়াজ মাহফিলে তাফসির পেশ করবেন হাফেজ মাওলানা মুফতি আমির হামজা, কুষ্টিয়া, এতে প্রধান বক্তা হযরত মাওলানা হোসাইন আহমদ মাহফুজ, চুয়াডাঙ্গা, প্রধান আকর্ষণ, হযরত মাওলানা শেখ আব্দুল হক প্রিন্সিপাল জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা, মৌলভীবাজার, বিশেষ অতিথি হযরত মাওলানা খালেদ আহমদ সহকারী অধ্যাপক গাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাজিল মাদ্রাসা, বড়লেখা। হযরত মাওলানা, ডা: মুমিনুর রহমান প্রিন্সিপাল, আল-মদিনা ইসলামী একাডেমী করিমপুর।
এ তাফসীরুল কুরআন মাহফিল সভাপতিত্ব করবেন হযরত মাওলানা শোয়েব আহমদ খতিব, বাল্লারপার জামে মসজিদ, সহ-সুপার, কমলগঞ্জ দাখিল মাদ্রাসা। এছাড়াও স্থানীয় উলামায়ে কেরামগণ মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করবেন।
এতে সকল ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সভাপতি, সেক্রেটারী আদর্শ যুব সংঘ বাল্লারপার।