জগন্নাথপুরে যাত্রীবেশে উঠে চালককে হত্যা, অতঃপর…
দৈনিকসিলেট ডটকম
সুনামগঞ্জের জগন্নাথপুরে যাত্রীবেশে উঠে চালকের গলা কেটে হত্যা করে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
শনিবার রাতে রানীগঞ্জ সেতু এলাকায় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
রোববার (১৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ওসি মো. মখলিছুর রহমান।
নিহত সুজিত দাস (২৭) তিনি চিলাউড়া হলদিপুর ইউনিয়নের গুপরাপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সুজিত দাস ছয় মাস আগে ঋণ নিয়ে ১ লাখ ২০ হাজার টাকায় সিএনজিচালিত অটোরিকশাটি কিনে চালানো শুরু করেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি যাত্রী নিয়ে সৈয়দপুর স্টেশন থেকে রানীগঞ্জের দিকে যাচ্ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে সেতুর সিসি ক্যামেরায় অস্পষ্টভাবে অটোরিকশাটি দেখা যায়। তবে দুর্বল ক্যামেরার কারণে যাত্রীদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে রাত ৯টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে চালকের মরদেহ উদ্ধার করে। পরে আজ রোববার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে ওসি মো. মখলিছুর রহমান বলেন, ছিনতাইকারীরা অটোরিকশাটি নিয়ে নবীগঞ্জের দিকে পালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেতু এলাকায় অপ্রতুল ও নিম্নমানের সিসি ক্যামেরার কারণে পুলিশকে তদন্তে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। তবে অপরাধীদের শনাক্ত করতে সব ধরনের প্রচেষ্টা চলছে।
তিনি আরও বলেন, পুলিশের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের প্রতি দ্রুত উন্নতমানের সিসি ক্যামেরা স্থাপনের অনুরোধ জানানো হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ রোধ করা যায়।