তাহিরপুরে বিজিবির হাতে ইয়াবাসহ যুবক আটক
তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকায় ১৫০ পিস ইয়াবাসহ মোহাম্মদ সাদেক আলী (২২) নামে এক যুবককে আটক সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।
সোমবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কলাগাও এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মোহাম্মদ সাদেক আলী কলাগাও গ্রামের মোহাম্মদ বিল্লাল মিয়ার ছেলে।
বিজিবি জানায়, চারাগাঁও বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১১৯৫/-এমপি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১৫০ পিস ইয়াবা জব্দ করে।
সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামীকে তাহিরপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। সীমান্ত চোরাচালানসহ সকল অনিয়ম বন্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।