অপহৃত তরুণীকে না পেয়ে যুবকের বাড়িতে পুলিশের অভিযান
বড়লেখা প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখায় অপহৃত তরুণী সুহাদার খোঁজ না পেয়ে অপহরণকারী চাচাতো ভাই জাবির হোসেনের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। রোববার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে দশটায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, অপহরণের পর থেকেই পুলিশ অপহৃত তরুণী সুহাদাকে খুঁজে বের করার জন্য গোপন সূত্রের মাধ্যমে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে। তারই ধারাবাহিকতায় রোববার রাতে অপহরণকারী জাবিরের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় জাবিরের পুরো বাড়ি সার্চ করে সুহাদাকে খুঁজে পাওয়া যায়নি। সুহাদাকে দ্রুত খুঁজে বের করার জন্য জাবিরের পরিবারকে কঠিন আল্টিমেটাম দেয় পুলিশ।
জানা গেছে, গত (২০ সেপ্টেম্বর) মঙ্গলবার সুহাদার আপন চাচাতো ভাই জাবির হোসেন তাকে অপহরণ করে পালিয়ে যায়।অনেক খোঁজা খোঁজির পর তাদের না পেয়ে সুহাদার বড় ভাই থানায় একটি অপহরণ মামলা করেন।এর পর থেকেই পুলিশ তাদের খোঁজে বের করার জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে।স্থানীয় সূত্রে পুলিশ জানতে পারে সুহাদার বড়ভাই জাবিরকে হত্যার হুমকি দেয় এজন্য জাবির তার প্রাণনাশের শংকা থাকায় যুক্তরাজ্যে পালিয়ে গেছে।যুক্তরাজ্যে যাওয়ার পর অপহরণকারী জাবিরের একটি ছবি সোস্যাল মিডিয়ায় দেখা যায়। এ থেকে পুলিশ নিশ্চিত হয় যে জাবির যুক্তরাজ্যে পালিয়েছে।পুলিশ সুহাদাকে খুঁজে বের করার জন্য অভিযান চালিয়ে যাচ্ছে। গতকাল রাতে পুলিশ জাবিরের বাড়িতে অভিযান চালায়।পুরো বাড়ি সার্চ করে পাওয়া যায়নি সুহাদাকে।এসময় অপহরণকারী জাবিরের পরিবারকে সুহাদাকে খুঁজে বের করার জন্য কঠিন আল্টিমেটাম দেয়।
বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, সুহাদাকে খুঁজে বের করার জন্য অপহরণকারী জাবিরের বাড়িতে অভিযান চালিয়েছে আমাদের একটি স্পেশাল টিম। পুরো বাড়ি সার্চ করে পাওয়া যায়নি সুহাদাকে। আমরা জাবিরের পরিবারকে কঠিন আল্টিমেটাম দিয়ে এসেছি যাতে দ্রুত সুহাদাকে বের করে দেয়। যতক্ষণ পর্যন্ত সুহাদাকে খুঁজে পাওয়া যাবে না ততক্ষণ পর্যন্ত আমাদের স্পেশাল টিমের অভিযান অব্যাহত থাকবে।