সুনামগঞ্জে উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় সভা
হাওর অধ্যুষিত সুনামগঞ্জ জেলার উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। যিনি এ জেলার কৃতি সন্তান। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন।
সোমবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে চারটায় জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আমহদ, সিনিয়র সহ-সভাপতি আল-হেলালসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
এর আগে সকালে দিরাই উপজেলার বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব দেন হাওর-সংস্কৃতির রাজধানীখ্যাত সুনামগঞ্জের এই কৃতি সন্তান। অনুষ্ঠানের পূর্বে শিল্পকলা একাডেমি সংলগ্ন নবনির্মিত শহীদ মিনার এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন তিনি।
উল্লেখ্য, অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার আগামীকাল মঙ্গলবার সকাল ৯ টায় জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিট সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করবেন ওই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এই উপদেষ্টা। পরবর্তীতে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ে দায়িত্বরত কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে বেলা ১২টায় জেলা পিটিআই ভবনে আয়োজিত প্রাথমিক শিক্ষায় আর্থিক ব্যবস্থাপনা ও বাজেট সংক্রান্ত মতবিনিময় সভায় মিলিত হবেন তিনি।