সৌজন্য সাক্ষাতে সিলেট বিএনপির নেতৃবৃন্দ

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মহানগর বিএনপি নেতা সুলেমান হোসেন। এনজিও সংস্থা”সিডাব” এর চেয়ারম্যান ৯০ এর গণঅভ্যুত্থানে রাজপথে গুলিবিদ্ধ সাবেক ছাত্রনেতা সুলেমান হোসেন এর সঙ্গে ছিলেন শাহজালাল আই কেয়ার এর চেয়ারম্যান সাহেদুর রহমান। সোমবার (৬ নভেম্বর) সাধারণ সম্পাদকের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাত করেন তাঁরা। এসময় একে অন্যের সাথে কোশল বিনিময় করেছেন।

বিষয়টি নিশ্চিত করে সুলেমান হোসেন বলেন, জাতির সকল ক্রান্তিকালে শহীদ জিয়াউর রহমান এর আদর্শেগড়া দল বিএনপি অতন্ত্র প্রহরীর ভুমিকা পালন করছে।

দেশের এই সংকটময় মুহুর্তে জাতীয় নির্বাহী কমিটিতে স্থান পাওয়া পূণ্যভূমি সিলেটের নেতৃবৃন্দ জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবেন এমন প্রত্যাশা। পাশাপাশি সিলেট মহানগর বিএনপিকে আরো শক্তিশালী করার জন্য নিরলসভাবে কাজ করবে বলে বিশ্বাস করি। মুলত এসব বিষয় নিয়ে কথা বলতেই সৌজন্য সাক্ষাতে মিলিত হওয়া।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন