প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে মতবিনিময়
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এর সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন এই উপদেষ্টা।
অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল এর পরিচালনায় মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা চলে। অনুষ্ঠানে জেলা পর্যায়ের কর্মকর্তা, সুশীল সমাজ, গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাখাওয়াত হোসেন, আবু নুর মো. শামসুজ্জামান।
বেলা দুইটায় জেলা পিটিআই ভবনে আয়োজিত প্রাথমিক শিক্ষায় আর্থিক ব্যবস্থাপনা ও বাজেট সংক্রান্ত মতবিনিময় সভায় মিলিত হন উপদেষ্টা।
দুইদিনের সফরে আসা উপদেষ্টা হাওর অধ্যুষিত সুনামগঞ্জ জেলার উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা করেন সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায়। জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আমহদ, সিনিয়র সহ-সভাপতি আল-হেলালসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানের পূর্বে শিল্পকলা একাডেমি সংলগ্ন নবনির্মিত শহীদ মিনার এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন তিনি।
এর আগে সকালে দিরাই উপজেলার বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব দেন হাওর-সংস্কৃতির রাজধানীখ্যাত সুনামগঞ্জের এই কৃতি সন্তান।