বড়লেখায় উত্তর শাহবাজপুর ইউনিয়ন জামায়াতের সম্মেলন অনুষ্ঠিত
তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় স্থানীয় ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. এমাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বড়লেখা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিত।
ইউনিয়ন সম্মেলনে সভাপতিত্ব করেন উত্তর শাহবাজপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা বদরুল ইসলাম ও সঞ্চালনা করেন সহ-সেক্রেটারি হাফিজ ছায়দুল মাহবুব।
পরে ২০২৫-২৬ সেশনের জন্য মাওলানা বদরুল ইসলামকে পুনরায় উত্তর শাহবাজপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ও কাউসার হামিদ সুন্নাহকে পুনরায় সেক্রেটারি মনোনীত করা হয়। উপজেলা আমীর নতুন সেশনের দায়িত্বশীলদের নাম প্রস্তাব করলে সর্বস্মতিক্রমে তা গৃহীত হয়।
এতে উত্তর শাহবাজপুর ইউনিয়ন জামায়াতের সহসভাপতি আব্দুল মালিক, ছয়ফুল ইসলাম, আনোয়ার হোসেন, সাহেদ আহমদ। সহ-সেক্রেটারি মাওলানা ইমদাদুর রহমান, আহমদ হোসেন মুল্লা, গোলাম কিবরিয়া চৌধুরী, হাফিজ ছাইদুল মাহবুব। বাইতুলমাল সম্পাদক রাসেল আহমদ ও সাংগঠনিক সম্পাদক আহমদ শরীফ জাহাঙ্গীরকে নির্বাচিত করে উত্তর শাহবাজপুর ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
সম্মেলনে উত্তর শাহবাজপুর ইউনিয়ন জামায়াতের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলগণ ও কর্মীরা উপস্থিত ছিলেন।