সিলেটে ১৪৫ বস্তা চোরাই চিনিসহ গ্রেফতার ৪
দৈনিকসিলেট ডটকম
সিলেট মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)’র পৃথক দুটি অভিযানে ১৪৫ বস্তা ভারতীয় চিনিসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) এসএমপির মিডিয়া সেল সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছেন।
জানা যায়, সকালে এসএমপির গোয়েন্দা বিভাগের টিম-১ টহল ডিউটি বিশেষ অভিযানে আম্বরখানা-এয়ারপোর্ট রোডের খাসদবীর মদনী মসজিদের সামনে মো. রুবেল আহমদ (২০) ও সাইদুল ইসলাম (২৪) নামে দুই যুবককে আটক করে। এ সময় একটি ট্রাক থেকে প্রায় ছয় লাখ ৩০ হাজার টাকা মূল্যের ১০৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়।
এর আগে মঙ্গলবার সন্ধ্যার দিকে শাহপরাণ (রহ.) উপশহর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে মো. আলী আহমদ (৩৯) ও জামিল আহমদ (২৩) নামে দুজনকে আটক করে ডিবি। তাদের থেকে ৪০ বস্তায় প্রায় দুই লাখ ৪০ হাজার টাকার ভারতীয় চিনি ও একটি পিকআপ জব্দ করা হয়।
এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান,আটক চারজনকে দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।