সুনামগঞ্জে টিআরসি নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ
রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ:
পুলিশ ট্রেইনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের (সেপ্টেম্বর-২০২৪) চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। স্বচ্ছতা-যোগ্যতা ও মেধার ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন ৭২ জন প্রার্থী। এরমধ্যে সাধারণ কোটায় ৬৯ জন, মুক্তিযোদ্ধা কোটায় দুইজন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় একজন। অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে সাধারণ কোটায় ১১ জন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় একজন।
জেলা পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, বুধবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৯টায় এ ফলাফল প্রকাশ করা হয়। এর আগে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের দুই দিনব্যাপী মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে।
জানা গেছে, পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানালে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রার্থীরা। আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে তারা বলেন, এই নিয়োগ তাদের জীবনে নতুন অধ্যায় রচনা করেছে।
মিডিয়া সেল জানায়, নির্বাচিত প্রার্থীদের রাজধানীর রাজারবাগে অবস্থািত কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক হলে মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য চূড়ান্তভাবে মনোনীত হবেন।
উল্লেখ্য, পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ সেপ্টেম্বর-২০২৪ এ জেলার ২৫১০ জন প্রার্থী আবেদন করেন। প্রাথমিক কাগজপত্র যাচাই ও মাঠ পরীক্ষার মাধ্যমে ৫৭৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ ২০৩ জন প্রার্থী মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। জেলা পুলিশ নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করেছে। নিয়োগ প্রক্রিয়ার সকল ধাপ যোগ্যতা ও মেধাভিত্তিক সঠিক নিয়মে সম্পন্ন করা হয়।