সুনামগঞ্জে ৩ দিনব্যাপী পথনাটক উৎসব
রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ
“হাল ছেড় না বন্ধু বরং কন্ঠ ছাড় জোরে” সৃজনশীল এ শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে ৩ দিনব্যাপী পথনাটক উৎসব-২০২৪ অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়। জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ৩ দিনব্যাপী অনুষ্ঠান চলবে একই সময়ে। জুলাই বিপ্লবে অংশগ্রহণকারি রিপন মিয়া অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন।
জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ শেরগুল আহমদ। জেলা শিল্পকলা একাডেমী কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
অনুষ্ঠানে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, সাংস্কৃতিক-সামাজিক সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষজনের উপস্থিতি কামনা করছে জেলা শিল্পকলা একাডেমী কর্তৃপক্ষ।