সুনামগঞ্জে পুলিশের অগ্নিনির্বাপক মহড়া
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন ভবনের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে বাৎসরিক ২য় অগ্নি নির্বাপক মহড়া করেছে সুনামগঞ্জ জেলা পুলিশ।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে পুলিশ লাইন্স মাঠে মহড়া চলে। জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের সহায়তায় আয়োজিত মহড়া হয়।
পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত থেকে অগ্নিকাণ্ড প্রতিরোধ এবং ক্ষয়ক্ষতি হ্রাসের জন্য সচেতনতা বৃদ্ধি করেন। তারা পুলিশ সদস্যদের অগ্নিকাণ্ড মোকাবিলার বিভিন্ন আধুনিক কৌশল, জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার পদ্ধতি হাতে-কলমে শিখিয়ে দেন মহড়া চলাকালীন।
মহড়ায় অংশ নিয়ে আগুন নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি এবং অগ্নিনির্বাপণ সরঞ্জাম সঠিকভাবে ব্যবহার করার অনুশীলন করে পুলিশ সদস্যরা। কার্যক্রমটি সফলভাবে শেষ হওয়ার পর পুলিশ সুপার কার্যালয়ে আবার মহড়া চলে। জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও ফোর্সগণ মহড়ায় সক্রিয় অংশগ্রহণ করেন।