শাল্লায় রাজীবের স্মরণে বৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণ
নিশিকান্ত সরকার, শাল্লা প্রতিনিধি
সুনামগঞ্জের শাল্লায় ই-প্লানেট এর প্রতিষ্ঠাতা প্রধান সীমান্ত তালুকদার সুমনের উদ্যোগে শিক্ষক রাজীব চৌধুরী’র স্মরণে মেধাবৃত্তি-২০২৪ পরীক্ষা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) সকাল ১০টা হতে বেলা ২টা পর্যন্ত ডুমরা রামকৃষ্ণ মিশনের বিপরীতে অবস্থিত ই-প্লানেট এর কার্যালয়ে এ মেধাবৃত্তি পরীক্ষার যাবতীয় কার্যক্রম অনুষ্ঠিত হয়।
শুধুমাত্র ৫ম শ্রেণীর মেধাবৃত্তি পরীক্ষায় শাল্লা ৫টি স্কুল যথাক্রমে: ঘুঙ্গিয়ার গাঁও মডেল সপ্রাবি, আনন্দপুর সপ্রাবি, ডুমরা রসিক লাল সপ্রাবি ও ভোলানগর সপ্রাবি এবং শাল্লা কিন্ডার গার্ডেন থেকে অংশগ্রহণকারী প্রতিযোগী ৫০ জনের মধ্যে ১০ জনকে বৃত্তি প্রদান করা হয়।
বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা-১ম সমৃদ্ধি সরকার দিয়া, ঘুঙ্গিয়ারগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২য় দিব্য চৌধুরী, ঘুঙ্গিয়ারগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৩য় শ্রেয়া তালুকদার, ঘুঙ্গিয়ারগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৪র্থ প্লাবন দাশ, ঘুঙ্গিয়ারগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৫ম রাই তালুকদার, ঘুঙ্গিয়ারগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৬ষ্ঠ পর্ণা তালুকদার, ঘুঙ্গিয়ারগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৭ম অর্নব রায়, আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৮ম আয়মান সিয়াম, ঘুঙ্গিয়ারগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৯ম পৌলমী দাশ, ঘুঙ্গিয়ারগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১০তম সাদিয়া আক্তার, আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ই-প্লানেট এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সীমান্ত তালুকদার সুমন, অন্যান্যদের মধ্যে শিক্ষক সঞ্চিতা রাণী সরকার, চম্পা রাণী তালুকদার, পিন্টু চন্দ্র দাশ, শিল্পী চৌধুরী, তপন তালুকদার, শিল্পী সরকার, সুমন কান্তি চৌধুরী, বসুদেব দাশ, রিংকন দাশ, মিঠু চন্দ্র সরকার, মিন্টু চন্দ্র দাশের উপস্থিতিতে মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র, ক্রেস্ট ও সম্মানী প্রদান করা হয়। এসময় ই-প্লানেট আয়োজনকারী শিক্ষকগন, অংশগ্রহণকারী শিক্ষার্থী অভিভাবকগন এবং শাল্লা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্দীপন তালুকদার সুজন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
ই-প্লানেট এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শিক্ষক সীমান্ত তালুকদার সুমন বলেন, দাদা রাজীব চৌধুরী ছিলেন এই প্রতিষ্ঠানের একজন অন্যতম শিক্ষক ও আমাদের সহযোগী। রাজীব দাদার সহযোগিতায় এই প্রতিষ্ঠান অনেকটা লক্ষ্য পূরণের দ্বারপ্রান্তে পৌঁছতে শুরু করেছিল। হঠাৎ তার অকাল মৃত্যুতে আমরা খুবই মর্মাহত। তাই রাজীব দাদার স্মরণে মেধাবৃত্তি আয়োজন করেছি। আমরা চেষ্টা করব এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে।
উল্লেখ্য, ই-প্লানেট এর সুনামধন্য শিক্ষক ছিলেন রাজীব চৌধুরী। বিগত ৬ নভেম্বর রাতে সুনামগঞ্জ পিটিআই এর সামনে রোড পারাপারের সময় ঘাতক ড্রাইভারের গাড়ির ধাক্কায় শিক্ষক রাজীব চৌধুরী গুরুতর আহত হওয়ার পর, ৮ নভেম্বর রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।