বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানসহ ৪৯ জনকে আসামি করে মামলা হয়েছে। প্রধান আসামী করা হয়েছে এমএ মান্নানকে। সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় মামলাটি দায়ের করেছেন স্থানীয় মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুন নূর। মঙ্গলবার (১৯ নভেম্বর) মামলাটি দায়ের করা হয়। আব্দুন নূর জগন্নাথপুর উপজেলার মিরপুর গ্রামের তাহির উল্লাহর ছেলে।
মামলার এজাহারে উল্লেখ- রবিবার (১৭ নভেম্বর) জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে রাত ৯টার দিকে সাবেক পরিকল্পনামন্ত্রীর প্ররোচনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাঙচুর করে অফিসে আগুন লাগিয়ে দেয়। এ সময় অফিসে থাকা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি জ্বালিয়ে দেওয়া হয়। এছাড়া অফিসে থাকা প্রায় একলাখ টাকা, ল্যাপটপ ও টেলিভিশন চুরি করে নিয়ে যায় আওয়ামী লীগ নেতাকর্মীরা।
জগন্নাথপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দ গণমাধ্যমকে জানিয়েছেন, সাবেক পরিকল্পনামন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে এমন অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলাটি বৃহস্পতিবার এফআইআর করে আদালতে পাঠানো হয়েছে। বাকিটা তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানিয়েছেন।
উল্লেখ্য, গেল ৪ আগষ্ট সুনামগঞ্জ জেলা শহরে ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনের সময় আওয়ামী লীগ ও পুলিশের হামলার ঘটনায় ৯৯ জনকে আসামি করে মামলা হয়েছিল। ওই মামলায় তিন নম্বর আসামি হিসেবে জেল খেটেছেন সাবেক পরিকল্পনামন্ত্রী। পরে ১০ অক্টোবর ছাড়া পান তিনি। এরআগে ১৯ সেপ্টেম্বর রাতে এমএ মান্নানকে শান্তিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত হিজল-করচ বাসভবন থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছিল।