বড়লেখায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে ও নিজস্ব অর্থায়নে ২য় বর্ষের মতো প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) পাথারিয়া ছোটলিখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় উপজেলার ৩৮ টি কিন্ডারগার্টেন স্কুলের পঞ্চম শ্রেনীর ২৫৫ জন শিক্ষার্থীর মধ্যে ২৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পি.সি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ৯ টি হলরুমে ১৩ জন হল পর্যবেক্ষকের তত্ত্বাবধানে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন বড়লেখা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের পৃষ্টপোষক লন্ডন প্রবাসী সেলিম উদ্দিন মিছবাহ, কানাইঘাট সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ ইয়াহিয়া, মোহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রভাষক তারেক আহমদ, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উপদেষ্টা এম.এ শহিদ খান, নিসচার সভাপতি সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন।
পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন সংগঠনের সভাপতি তপন চৌধুরী ও সদস্য সচিব মো. আব্দুল হক। এছাড়াও সহযোগী ছিলেন সাধারণ সম্পাদক ও সদস্য রুয়েল আহমদ, সদস্য সামছুল ইসলাম, শাহিন আহমদ, জয়নাল আবেদিন, এমদাদুল করিম চৌধুরী শিমুল, সাহেদ আহমদ, জাহাঙ্গীর হোসেন সানেল, বদরুল ইসলাম, বিপ্লব পুরকায়স্থ, আব্দুল বাছিত, শুভ পাল, লিপ্টু দত্ত, সরূপ দাস, মিনহাজ উদ্দিন।
বড়লেখা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি তপন চৌধুরী জানান, শিক্ষার মান উন্নয়নসহ লেখাপড়ায় উদ্বুদ্ধ করতে আমাদের এসোসিয়েশনের নিজস্ব অর্থায়নে ২০২৩ সাল থেকে মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছি। তারই ধারাবাহিকতায় ২য় বর্ষের মতো মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে৷
প্রসঙ্গত, ২০১৬ সাল থেকে বড়লেখা কিন্ডারগার্টেন এসোসিয়েশন শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে তাছাড়া চলতি বছরে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে দেড় লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে এবং নিম্ন আয়ের পরিবারের মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতাসহ বিভিন্ন সামাজিক উন্নয়নে সংগঠনটি বিশেষ ভূমিকা রাখছে।