সমন্বয়ক পরিচয়কারী মামলা বাণিজ্যের সাথে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন
রাসেল, মৌলভীবাজার প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে মামলা বাণিজ্যের সাথে জড়িতদের শাস্তির দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ নভেম্বর) সকালে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ জনতা মৌলভীবাজার জেলা। মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মৌলভীবাজারে সমন্বয়ক পরিচয়কারী মামলা বাণিজ্যের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, সম্প্রীতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজারের একাধিক সমন্বয়কের অডিও বার্তা ভাইরাল হয়েছে। এতে টাকা লেনদেনের কথা শোনা যায়। আমলা বাণিজ্যের অভিযোগে মৌলভীবাজার ছাত্র আন্দোলন দুই কর্মীকে অব্যাহতি দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজার জেলা শাখা। তারা হলেন মীর নিজাম ও শেখ সাব্বির আহমদ।
রোববার প্রেসক্লাবের সামনে মামলা বাণিজ্যের সাথে জড়িতদের গ্রেফতার করে শাস্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়।