সাংবাদিককন্য্য রিয়ামনির এসএসসি টেস্টে জিপিএ-৫ অর্জন
দৈনিকসিলেট প্রতিবেদক
সাংবাদিক রাজু আহমেদ রমজানের কন্যা রাবেয়া ইসলাম রিয়ামনি এসএসসি-২০২৫ টেস্ট পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। মুন্সিগঞ্জ ঐতিহাসিক বিক্রমপুর জেলার শ্রীনগর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীট মদনখালী উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী রিয়ামনি। এর আগে প্রাথমিক শিক্ষা সমাপনী ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে এই সাংবাদিককন্যা।
তথ্যের সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার দুপুরে মদনখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা জানিয়েছেন, এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে বিদ্যালয়ের ৪১ জন শিক্ষার্থী টেস্ট পরীক্ষা দেয়। তন্মধ্যে রাবেয়া ইসলাম রিয়ামনিসহ ২০ জন শিক্ষার্থী শতভাগ রেজাল্ট করে। বিশেষ বিবেচনায় উত্তীর্ণ হয়েছে ১০ জন। অকৃতকার্য হয়েছে ৫ জন। সোমবার দুপুরে বিজয়ীদের নাম সম্বলিত রিজাল্টশিট বিদ্যালয়ে টাঙিয়ে দেওয়া হয়েছে।
প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বলেন, মদনখালী উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী বিদ্যাপিট। বিগতবছর রেজাল্ট অপ্রত্যাশিত হলেও মহান আল্লাহর কাছে আশা করছি এবার প্রত্যাশার অধিক রেজাল্ট করে বিদ্যালয়ের ঐতিহ্য ফিরিয়ে আনবে এ ব্যাচ।
রিয়ামনি সাংবাদিক দম্পতি রাজু আহমেদ রমজান ও নাছরিন আক্তার ডলির প্রথম কন্যা। তার বাবা বর্তমানে জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন, দৈনিকসিলেট ডটকম ও বাংলা খবর বিডির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি। সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য হওয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন তিনি। রিয়ামনির মা নাছরিন আক্তার ডলি জাতীয় দৈনিক আমাদের অর্থনীতি ও ‘আমাদেরসময়ডটকম’র সাবেক সুনামগঞ্জ জেলা প্রতিনিধি।
উল্লেখ্য, সুনামগঞ্জ জেলা শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সৃজন বিদ্যাপীঠ-এ প্লে-গ্রুপ থেকে জিপিএ-৫ অর্জন করে চতুর্থ শ্রেণি পর্যন্ত অধ্যায়নরত ছিল রাবেয়া ইসলাম রিয়ামনি। জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর গ্রামে জন্মগ্রহণ করা রিয়ামনি মা ও একমাত্র ভাইকে নিয়ে উচ্চশিক্ষা অর্জনের লক্ষ্যে বর্তমানে বিক্রমপুরে নানা বাড়ি এলাকায় অবস্থান করছে।