কাবিটা বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময়ে উপদেষ্টা রিজওয়ানা
সুনামগঞ্জ প্রতিনিধি
কাবিটা বাস্তবায়ন সংক্রান্ত সুনামগঞ্জ জেলার সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে এ সভা চলে।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পালের পরিচালনায় মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সর্বস্তরের মানুষ সভায় উপস্থিত ছিলেন। বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ বক্তব্য তুলে ধরেন। সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমদ, সিনিয়র সহ-সভাপতি আল-হেলাল, সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক পংকজ দে, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর, সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য রাজু আহমেদ রমজান, এনটিভির জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।
এর আগে সকালে তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওর-বাঁধ এলাকা পরিদর্শন করেন সৈয়দা রেজওয়ানা হাসান এবং স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম।