হবিগঞ্জে মাছ কেনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫০
দৈনিকসিলেট প্রতিবেদক
হবিগঞ্জের লাখাইয়ে বাজারে মাছ কেনা নিয়ে বাগবিতণ্ডা থেকে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার স্বজন গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে ওই গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে কামাল মিয়ার পক্ষের লোকজনের সঙ্গে একই গ্রামের আবু মিয়ার ছেলে জিলু মিয়ার পক্ষের লোকজনের বাগবিতণ্ডা হয়। এর জের ধরে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে একপক্ষ অপরপক্ষের লোকজনের চোখে টর্চলাইটের আলো ফেলা শুরু হলে সংঘর্ষ ভয়াবহ রূপ নেয়। খবর পেয়ে পুলিশ এসে প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে উভয়পক্ষের ৫০ জন আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও হবিগঞ্জ হাসপাতালে পাঠানো হয়।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী জানান, লাখাই বাজারে মাছ কেনাবেচা নিয়ে সংঘর্ষের সূত্রপাত হলেও পরে উভয়পক্ষের লোকজন এতে জড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।