কুলাউড়া শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ
দৈনিকসিলেট ডেস্ক :
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে এক প্রধান শিক্ষককে ৩ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে অভিভাবকরা।
মঙ্গলবার (২৬ নভেম্বর) উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ওই শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেশব রাম কৈরী পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানি করেন। এ ঘটনায় মুরইছড়া চা-বাগানের বাংলোতে তাকে ৩ ঘণ্টা আটকে রাখেন ক্ষুব্ধ অভিভাবকরা। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। কুলাউড়া থানার ওসি গোলাম আফসার জানান, জনতার রোষানল থেকে অভিযুক্ত প্রধান শিক্ষককে উদ্ধার করা হয়েছে। অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।