নিসচা কেন্দ্রীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কমলগঞ্জ শাখার প্রস্তুতি সভা
মোঃ মালিক মিয়া কমলগঞ্জ প্রতিনিধি
জাতীয় স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ০১ ডিসেম্বর নিসচার প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে এক জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) রাত ৮টায় নিসচা সিনিয়র সহ সভাপতি রাসেল হাসান বক্ত এর বাসভবনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
নিসচা উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মো. আব্দুস সালাম এর সভাপতিত্বে ও উপজেলা শাখা যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান কাওছারের সঞ্চালনায় সর্বসম্মতিতে সিদ্ধান্ত হয়। ০১ ডিসেম্বর নিসচা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী ও সচেতনতা মূলক সমাবেশ অনুষ্ঠিত হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহত কমলগঞ্জে দুজন শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা। কমলগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন ও পৌর এলাকায় নিসচা সদস্য বৃদ্ধির তালিকা চূড়ান্ত করা। এ ছাড়াও কমলগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ব্যক্তিগত সমস্যার কারণে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় উপস্থিত সকল সদস্যবৃন্দের সম্মতিতে সংগঠনকে গতিশীল করার জন্য ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয় নিসচা সহ সভাপতি রাসেল হাসান বক্তকে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শাখা কার্যনির্বাহী সদস্যবৃন্দ সহ সভাপতি বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল হাসান বক্ত, যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান কাওছার, প্রচার সম্পাদক খান মোহাম্মদ হোসাইন, কার্যকরী সদস্য মিজানুল রহমান, আব্দুল গনি, আবিদুর রহমান, সমরেন্দ্র কুমার সিংহ, আলমগীর হোসেন।