চুনারুঘাটের ইউএনও’র বদলি, নবাগত ইউএনও’র যোগদান
নুর উদ্দিন সুমন
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা পরিষদ প্রশাসক ইউএনও (নির্বাহী অফিসার) এর বদলি জনিত বিদায় ও নবাগত ইউএনও (নির্বাহী অফিসার) যোগদান করেছেন ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর ) দুপুরে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া উপজেলা নির্বাহী কার্যালয়ে এসে যোগদান করে বিদায়ী নির্বাহী অফিসার আয়েশা আক্তারের কাছ থেকে দ্বায়িত্ব বুঝে নেন।
এসময় সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব উপস্থিত ছিলেন ।
এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী ফুলেল সংবর্ধনা প্রদানসহ ক্রেস্ট প্রদান এবং অভিনন্দন ও শুভেচ্ছা বিনিময় করেন।
নবাগত ইউএনওকে সবার সাথে পরিচয় করিয়ে দেন বিদায়ী ইউএনও আয়েশা আক্তার । তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন যাতে নতুন কর্মস্থলে সঠিকভাবে দ্বায়িত্ব পালন করতে পারেন। এদিকে নবাগত ইউএনও মোহাম্মদ রবিন মিয়া এ উপজেলার সার্বিক কার্যক্রম এগিয়ে নিতে ও দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।
জানা যায়, নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে মোহাম্মদ রবিন মিয়া যোগদানের আগে নারায়ণগঞ্জ রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তিনি ৩৬তম ব্যাচ (বিসিএস) তার বাড়ি কিশোরগঞ্জ জেলায়। অপরদিকে বদলিকৃত বিদায়ী ইউএনও আয়েশা আক্তারকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। তিনি ৩৪তম ব্যাচ (বিসিএস) ক্যাডার। বিদায়ী ইউএনও আয়েশা আক্তার চুনারুঘাট উপজেলায় ৭ মাস কর্মকালীন সময় সততা-নিষ্ঠা ও দক্ষতার সাথে দ্বায়িত্ব পালন করে উপজেলাব্যাপী সুনাম অর্জন করার পাশাপাশি সকলের মন জয় করে নিয়েছিলেন। বিদায় কালে চুনারুঘাট সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় সিক্ত হন তিনি। ইউএনও আয়েশা আক্তার ছিলেন সাধারণের কাছে বিশ্বাস ও আস্থার নাম। তার হাসিমুখ দেখে সবাই ভরসা পেতেন, কথা বলার সাহস পেতেন। সর্বসাধারণের জন্য তার দরজা সবসময় খোলা ছিল,দারিদ্র্য, নিপীড়িত মানুষ সরাসরি কথা বলার সুযোগ পেতো। তাইতো সর্বস্তরের মানুষের ভালোবাসা ও প্রশংসা কুড়িয়েছেন তিনি। বিদায় ও বরণ অনুষ্ঠানে বিদায়ী ইউএনও আয়েশা আক্তার বলেন,চুনারুঘাটের সাধারণ মানুষ,রাজনীতিবীদ,জনপ্রতিনিধিগণ, সাংবাদিকগণ অনেক আন্তরিকভাবে আমাকে অনেক সহযোগিতা করেছেন। চুনারুঘাট এর মাটি ও মানুষের এই মায়া যত্ন করে রেখে দিবো মনের গভীরে। দূর থেকে ভালোবেসে যাবো নিরন্তর। ভালো থেকো প্রিয় চুনারুঘাট। আপনারও আমাকে স্মরণ রাখবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারি। এরআগে আয়েশা সিলেটের ফেঞ্চুগঞ্জ, হবিগঞ্জ সদর ও মাধবপুর সহ দেশের বিভিন্ন স্থানে সততার সহিত দায়িত্ব পালন করেন।