নবীগঞ্জে জামায়াতে ইসলামী নেতা শাহ আলাউদ্দিন বহিষ্কার
মোঃ সাগর আহমেদ, নবীগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী নবীগঞ্জ ৮নং সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড সভাপতি মো: শাহ আলাউদ্দিনকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে সংগঠন থেকে বহিষ্কার করা হল। বাংলাদেশ জামায়াতে ইসলামী নবীগঞ্জ উপজেলা শাখার প্রচার বিভাগ কর্তৃক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়- গত ২৭ নভেম্বর ২০২৪ বুধবার নবীগঞ্জ উপজেলা ও পৌর শাখার যৌথ কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিস্তারিত পর্যালোচনান্তে মোঃ আলাউদ্দিন-এর সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমের কারণে সর্বসম্মতিক্রমে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়-গত ২৭ নভেম্বর ২০২৪ খ্রি. হতে মো: শাহ আলাউদ্দিন বাংলাদেশ জামায়াতে ইসলামী সংগঠনের কেউ নয়।