নগ্ন না হলে চড়, কিশোরী মডেলের অভিযোগ
দৈনিকসিলেটডেস্ক
বিনোদনজগত আর ফটোশুট, একে অপরের সঙ্গে অতপ্রোতভাবে জড়িত। এ জগতে প্রবেশ করার প্রথম শর্তই হলো ফটোশুট। বিভিন্ন পোজে তোলা নিজের ছবিগুলো বিভিন্ন প্রোডাকশন হাউসে জমা দিয়ে থাকেন বিনোদনভুবনে আগ্রহী নতুন আসা মডেল বা অভিনেত্রী।
এরকমই এক ফটোশুট করতে গিয়ে এবার বেশ বিপদের মুখে পড়েছে পশ্চিমবাংলা কলকাতার এক কিশোরী। সম্প্রতি প্রতারণার শিকার এই উঠতি কিশোরী মডেলের হেনস্তার খবর নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস বাংলা।
প্রতিবেদনে বলা হয়েছে, ফটোশুটের জন্য ৫০ হাজার রুপি দেয় ওই কিশোরী। ফটোগ্রাফার দাবি জানান, পোশাক খুলে নগ্ন হতে হবে! শুরুতে ভ্যাবাচ্যাকা খেয়ে যায় ওই নবালিকা। কড়া ভাষায় জানানো হয়, নগ্ন না হলে খেতে হবে চড়! এরপর বাধ্য হয়েই টপলেস ফটোশুট করে ওই মডেল।
ওই নাবালিকা কিশোরী কলকাতা পুলিশের কাছে এমনই এক গুরুতর অভিযোগ করেছে। নির্যাতিতার বয়স এখনো ১৮ পার হয়নি বলে জানা গেছে। এদিকে অভিযুক্ত ফটোগ্রাফার পলাতক বলে জানিয়েছে কলকাতার থানা পুলিশ।
তবে সেই অভিযুক্ত ফ্যাশন ফটোগ্রাফার নাকি আলিপুর আদালতে আগাম জামিনের আবেদন জানাবেন বলে জানা যায়।
এদিকে ওই উঠতি কিশোরী মডেল পুলিশকে জানিয়েছে, টপলেস ফটোশুটে তাকে বাধ্য করেছিলেন ওই ফটোগ্রাফার। রীতিমতো মারার ভয় দেখানো হয়। ৫০ হাজার রুপি আগাম দিয়ে ফেলায় ফ্যাসাদে পড়েছিল সে। জানিয়ে দেওয়া হয়েছিল, টপলেস শুট না করলে কোনো ছবিই দেওয়া হবে না।
অভিযোগের এক পর্যায়ে ওই কিশোরী উল্লেখ করে, ‘জামা না খুলতে চাইলে আমাকে চড় মারা হয়, চুলের মুঠি ধরে টানা হয়।’
অপরদিকে, কলকাতার আরও একজন মডেল গত অক্টোবর মাসে একই রকম অভিযোগ জানিয়েছিলেন। এ কারণে পুলিশের ধারনা, এর পেছনে হয়তো কোনো চক্র জড়িত রয়েছে, যারা উঠতি মডেলদের ফাঁসাচ্ছে।
অভিযোগকারিণীর আইনজীবী সুকান্ত বিশ্বাসের মতে, পুলিশে অভিযোগ দায়েরের পরও বারবার ফোনে হুমকি আসছে ওই নাবালিকা মডেলের কাছে।