বিশ্বনাথে আলহাজ্ব আব্দুল হান্নান ও নিরুন বেগম দ্বিতীয় মেধাবৃত্তি সম্পন্ন
সমুজ আহমদ সায়মন বিশ্বনাথ থেকে
শিক্ষার্থীদের মেধার বিকাশ গঠনে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সিলেটের বিশ্বনাথে সম্পন্ন হয়েছে আলহাজ্ব আব্দুল হান্নান ও নিরুন বেগম ২য় মেধাবৃত্তি পরীক্ষা।
শনিবার (৩০ নভেম্বর সকাল ১০-দুপুর ১টা) আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালনায় খাজাঞ্চী ইউনিয়নের ২০টি প্রাথমিক বিদ্যালয়,৯ টি কিন্ডারগার্টেন ও ৩ টি ইবতেদায়ী প্রাথমিক শাখাসহ মোট ৩২ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে খাজাঞ্চী একাডেমি এন্ড উচ্চ বিদ্যালয়ে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বৃত্তি পরীক্ষায় আগত অতিথি হিসেবে হল পরিদর্শন করেন, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী, ছহিফাগঞ্জ আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রউফ, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি ও রহিমপুর সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক মুহাম্মদ গোলাম রব হাসনু,কামাল বাজার ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আব্দুস সালাম সালেহী,সিরাজ উদ্দিন আহমদ একাডেমি দক্ষিণ সুরমার সহকারী প্রধান শিক্ষক মোকাব্বির আলী,হাজী হামিদ আলী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদ,কামাল বাজার ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক আব্দুল মজিদ,খাজাঞ্চী ইউপি সদস্য আব্দুর রব রাজু, ইসলামি ব্যাংক কামাল বাজার এজেন্ট শাখার ডেপুটি ইনচার্জ আনোয়ার হোসেন ,শিক্ষানুরাগী জুবের আহমদ নাজমুল।
এর আগে সকালে পরিক্ষার হল পরিদর্শনে আসেন খাজাঞ্চী একাডেমি এন্ড উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যবৃন্দ।
অতিথিবৃন্দ বলেন, এ বৃত্তি বাস্তবিক অর্থে শিক্ষার্থীরা সফলতায় উপকৃত হবে।নিঃসন্দেহে এ আয়োজন শিক্ষায় গোটা উপজেলায় অগ্রণি ভূমিকা রাখবে।এখান থেকে ভাল ফলাফল করে আগামীর বাংলাদেশ বিনির্মানে একটা সম্ভাবনা সৃষ্টি হবে।পাশাপাশি এ আয়োজনের সফলতা কামনা ও আগামীতেও এটা চলমান রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,শিক্ষানুরাগী আব্দুল আলী,আব্দুল ওয়াদুদ ,খায়রুল আমীন,আপ্তাব আলী,সওকত আলী,দিলওয়ার হোসেন ,ট্রেজারার তাজ উদ্দিন,আখতার হোসেন ,আব্দুল্লাহ আল মামুনসহ শিক্ষক,সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বৃত্তি বাস্তবায়ন কমিটির সকল সদস্যবৃন্দ ।
দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষা সুন্দর ও সফলভাবে সম্পন্ন হওয়ায় বাস্তবায়ন কমিটি ও এর সাথে সংশ্লিষ্ট সকলএবং আগত অতিথিসহ এলাকাবাসীকে অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্টি আব্দুস শহিদ,আব্দুল মতিন শফি,আব্দুল বাসিত রফি,আব্দুর রকিব,আব্দুল মুকিত রাজীব,আজিজুর রহমানসহ ট্রাস্টিবৃন্দ।