দোয়ারাবাজার উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন
দোয়ারাবাজার প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা শাখার ২০২৫-২৬ সেশনের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। উপজেলা রোকনদের ভোটে ২০২৫-২৬ সেশনের কমিটিতে পুনরায় আমির নির্বাচিত হয়েছেন ডা: হারুনুর রশিদ।
শুরা ও কর্মপরিষদের পরামর্শক্রমে নায়েবে আমীর হিসাবে নিযুক্ত হয়েছে মাষ্টার কামাল উদ্দিন এবং সেক্রেটারি মনোনীত হয়েছেন সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাবেক সফল সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন। সহকারী সেক্রেটারী ডাক্তার হারিছ মিয়া ও মাওলানা ছিদ্দিকুল ইসলাম।
শুক্রবার (২৯ নভেম্বর) দোয়ারাবাজার উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক রুকন সম্মেলনে সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির মুহাম্মদ মমতাজুল হাসান আবেদ, জেলা সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ’র উপস্থিতিতে এই কমিটি গঠন করা হয়।
এ ছাড়া কর্মপরিষদ সদস্যরা হলেন-মাওলানা জাহাঙ্গীর আলম, প্রভাষক জাহারুল ইসলাম, মাওলানা সিরাজুল ইসলাম, দেলোয়ার হোসেন, মাওলানা সাইফুল ইসলাম।