যুক্তরাজ্যে বিশ্বনাথের মিজুর উচ্চতর ডিগ্রী অর্জন
সমুজ আহমদ সায়মন বিশ্বনাথ থেকে
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ সান্ডারল্যান্ড থেকে বিজনেস এডমিনিস্ট্রেশন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের পুর্ব পাহাড় পুর গমরাগুল গ্রামের আব্দুর রহমান মিজু।
সম্প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃক সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে কর্তৃপক্ষ তার হাতে সনদপত্র ও এনসম্মাননা তুলে দেন।
আব্দুর রহমান মিজু সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের পুর্ব পাহাড় পুর (গমরা গুল) গ্রামের বাসিন্দা সোলেমান আহমদ ও আছমা বেগম দম্পতির তৃতীয় সন্তান,খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান -২ আব্দুর রব রাজুর ভাই ও বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক সমুজ আহমদ সায়মনের চাচাতো ভাই।
সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি,আলহাজ্ব লজ্জতুন্নেছা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক,শাহপরান সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে স্নাতক পাশ করার পর উচ্চতর ডিগ্রী অর্জনের লক্ষ্যে যুক্তরাজ্যে গমন করে।
মিজু তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবার জন্য পরিবার পরিজন,আত্নীয়স্বজন, শিক্ষকবৃন্দসহ সকলের নিকট দোয়া চেয়েছেন।