টাঙ্গুয়া হাওরে নিষিদ্ধ জালসহ নৌকা জব্দ

মাদার ফিসারিজথ্যাত মৎস্য-পাখির অভয়ারণ্য সুনামগঞ্জের টাঙ্গুয়া হাওরে নিষিদ্ধ কোনাজালসহ দুটি নৌকা জব্দ করা হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে রূপাবুই বিল এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করে জীববৈচিত্র্য রক্ষার দায়িত্বে থাকা গোলাবাড়ি, রামসিংহপুর আনসার ক্যাম্প ও কমিউনিটি গার্ডের সদস্যরা।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, দেশী মাছের প্রজনন বৃদ্ধি ও হাওরের জীববৈচিত্র্য রক্ষায় অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন