ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (৩০ নভেম্বর) বিকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন সিভিল সার্জন ডা.জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, জেলায় দায়িত্বরত সেনাবাহিনী কর্মকর্তা লেফটেন্যান্ট মোহাম্মদ গোলাম নাহিদ মুরাদ, সহকারি পুলিশ সুপার নাসিম উদ্দিন।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার মহিবুল্লাহ আকন-এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সুনাগমঞ্জের পাবলিক প্রসিকিউটর (পিপি) মল্লিক মঈন উদ্দিন সোহেল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেরে নূর আলী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি দেওয়ান জয়নুল জাকেরিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির আহবায়ক ইমন উদ দোজা আহমদ, গণআন্দোলনে শহীদ আয়াত উল্লাহ’র পিতা সিরাজুল ইসলাম, আহত জহুর আলী, অভি মিয়া প্রমুখ।
সভার শুরুতে শহীদ আয়াত উল্লাহর পিতা সিরাজুল ইসলাম ও শহীদ সোহাগ মিয়ার পিতা আবুল কালামকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। সভা শেষে শহীদদের রুহের মাগফেরাত ও স্বাধীন বাংলাদেশের শান্তি কামনা করে বিশেষ মোনাজতা করা হয়।