টাঙ্গুয়া হাওরে মাছ নিধনের দায়ে ৬ জেলের কারাদণ্ড
রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ
মাদার ফিসারিজখ্যাত মাছ-পাখির অভয়ারণ্য সুনামগঞ্জের টাঙ্গুয়া হাওরে অবৈধভাবে মাছ নিধনের দায়ে ৬ জেলের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় এ আদেশ দেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস শাদাত মাহমুদ উল্লাহ। তথ্যের সত্যতা নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক বলেন, টাঙ্গুয়া হাওরে অবৈধভাবে মাছ নিধনের দায়ে প্রত্যেক জেলের ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন-উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের খালাশ্রীপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে বদিউজ্জামান মিয়া (৪৭), একই গ্রামের রাশেদ আলীর ছেলে সিরাজ মিয়া (৩৪), শামসুল হুদার ছেলে ফরহাদ আলী (২৮), মৃত উসমান আলীর ছেলে কামরুজ্জামান মিয়া (৩৮), গোলাম রব্বানী মিয়ার ছেলে হাবিবুর রহমান (২৭), মৃত ফজর রহমানের ছেলে বাদশা মিয়া (২৭)।
এর আগে দুপুরে মাদার ফিসারিজখ্যাত মাছ-পাখির অভয়ারণ্য এ হাওরে নিষিদ্ধ কোনাজালসহ দুটি নৌকা জব্দ করা হয়। রূপাবুই বিল এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করে জীববৈচিত্র্য রক্ষার দায়িত্বে থাকা গোলাবাড়ি, রামসিংহপুর আনসার ক্যাম্প ও কমিউনিটি গার্ডের সদস্যরা।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম জানান, দেশী মাছের প্রজনন বৃদ্ধি ও হাওরের জীববৈচিত্র্য রক্ষায় অভিযান অব্যাহত রয়েছে।