তিন উপজেলায় ঘরে ঘরে গ্যাস ও সিলেটের বন্ধ থাকা পাথর কোয়ারী খুলে দিন
দৈনিকসিলেট ডেস্ক :
পাথর শ্রমিক বাঁচাও আন্দোলনের আহবায়ক, সাংবাদিক আবুল হোসেন বলেছেন জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জের ঘরে ঘরে গ্যাস ও সিলেটের সকল বন্ধ থাকা পাথর কোয়ারী দ্রত খুলে দেয়ার জন্য অর্ন্তবর্তীকালীন সরকারের প্রতি দাবি জানিয়েছেন। তিনি রোববার (০১ ডিসেম্বর) রাত আড়াইটায় হরিপুর বাজার পয়েন্টে ছাত্র শ্রমিক জনতার এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জের ঘরে ঘরে গ্যাস সংযোগ ও সিলেটের সকল পাথর কোয়ারী খুলে দেয়ার দাবিতে অনুষ্ঠিত সমাবেশে হরিপুর বাজার কমিটির সাবেক সভাপতি হেলাল মিয়ার সভাপতিত্বে ও স্থানীয় ইউপি সদস্য রুবেল মিয়া পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাবের সিলেটের ব্যুরো চীফ ফয়সাল আমীন, এডভোকেট মোসাহিদ আল মামুন, বিশিষ্ট মুরব্বী জালাল উদ্দিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুবনেতা এখলাছ উদ্দিন, কলিম উল্লাহ, লোকমান আহমদ, সোহেল আহমদ, আব্দুস সালাম, জয়নাল হাজারী, রেজুয়ান আহমেদ, হিফজুর রহমান প্রমুখ।
তিনি আরো বলেন, ছাত্র শ্রমিক জনতার আন্দোলনের ফসল অর্ন্তবর্তীকালীন সরকার লক্ষ লক্ষ মানুষের প্রাণের ন্যায্য দাবি শীঘ্রই মেনে নিবেন বলে প্রত্যাশা করছি। অন্যথায় জুলাই-আগস্টের আন্দোলনের মতো বুকের তাজা রক্ত দিলে হলেও দাবি আদায় করা হবে। সেজন্য জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, কানাইঘাটসহ উত্তর সিলেটের সকল শ্রেনী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহবান জানান।