জাফলংয়ে ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাট প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) বিকেলে ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন শ্রমিক দলের আয়োজনে ও হামিদ আলী বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি ও পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আমজাদ বক্স।
গোয়াইনঘাট উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আব্দুল জলিলের সভাপতিত্বে ও যুবনেতা রমজান মোল্যা’র পরিচালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, গোয়াইনঘাট উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, মো. হারুন অর রশিদ, বিশিষ্ট মুরুব্বী ও সাবেক মেম্বার বীরমুক্তিযোদ্ধা ইসলাইল হোসেন সুরুজ, সাবেক ইউপি সদস্য আব্দুল কাদির, ইউনিয়ন বিএনপির অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, যুবনেতা মো. আব্দুল্লাহ, বিএনপি নেতা আব্দুস শুক্কুর, দেলোয়ার হোসেন দুলু, যুবদল নেতা আলাল উদ্দিন, শ্রমিক দল নেতা আব্দুল শুক্কুর, যুবনেতা লোকমান হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।