সিলেটের ফেঞ্চুগঞ্জে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলায় ৮ জন আহত
ফেঞ্চগঞ্জ প্রতিনিধি
সিলেটের ফেঞ্চুগঞ্জে খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ছাত্রদলের মিছিলে হামলা চালিয়েছে ছাত্রলীগের সন্ত্রাসীরা। অতর্কিত হামলা চালিয়ে কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়। এতে ছাত্রদলের ৭ /৮ জন নেতাকর্মী গুরুতর আহত হন। রোববার (৫ মার্চ) বেলা অনুমানিক আড়াইটার দিকে উপজেলা সদরের থানা রোডে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান রফি, সাধারণ সম্পাদক শাহজাহান আল মারুফ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মৌছুফ, ছাত্রদল নেতা সালমান আহমদ, আবু হানিফ, রাহি আহমদ, হোসেন আহমদ।
স্থানীয় সুত্রে জানা যায়, ফেঞ্চুগঞ্জ উপজেলার থানা রোডে চন্ডিপ্রসাদ স্কুলের সামনে থেকে মিছিল করে ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি পশ্চিমবাজারের দিকে রওয়ানা হয়ে এ সাত্তার শপিং কমপ্লেক্সের সামনে পৌছামাত্র ছাত্রলীগের নেতাকর্মীরা দেশিয় লাটিসুটা নিয়ে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছালে ছাত্রদল নেতাকর্মীরা পালিয়ে যায়। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঐ দিন সন্ধ্যায় ছাত্রদলের নেতাকর্মীর ৮ জন সহ অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে থানায় মামলা দায়ের করে।