বাঙ্কারে মোবাইল কোর্টের উপর পাথর উত্তোলনকারীদের হামলা
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ বাঙ্কার (রোপওয়েটি) বাংলাদেশের একমাত্র রোপওয়ে। ৫ আগস্টের পর থেকে প্রতিনিয়ত পাথর উত্তোলন ও লুটপাট করে ধ্বংস করা হচ্ছে রেলওয়ের এই সম্পত্তি। আজ বাঙ্কারে (রোপওয়েতে) পাথর উত্তোলন বন্ধের জন্য মোবাইল কোর্টের অভিযানে যান কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। অভিযান পরিচালনার সময় তাদের উপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় ধলাই নদীর ১০ নম্বর এলাকার বাঙ্কারে এ ঘটনা ঘটে। এতে কেউ গুরুতর আহত হয়নি বলে জানা গেছে।
জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে ধলাই নদীতে বালু পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। ১০ নম্বর এলাকায় অভিযান চালিয়ে বাঙ্কারের পাশে যাওয়া মাত্রই পাথর দিয়ে ঢিল ছুঁড়তে তাকে পাথর উত্তোলনকারীরা। তাদের ছোঁড়া ঢিলে এসিল্যান্ড অফিসের একজন ও পুলিশ সদস্য একজন আহত হয়েছেন। পরে সেখান থেকে তারা চলে আসেন।
কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরহাদ আহমেদ বলেন, আমরা বালু পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযানে গিয়েছিলাম। বাঙ্কারে যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। এসময় পাথর দিয়ে ঢিল ছুঁড়ে দুষ্কৃতকারীরা। পরে সেখান থেকে আমরা চলে আসি।