সিলেট সীমান্তে নভেম্বর মাসে ২৬ কোটি টাকার চোরাচালান জব্দ
সাইদুল ইসলাম, গোয়াইনঘাট থেকে
বাংলাদেশ-ভারত সীমান্তে একের পর এক রুদ্ধশ্বাস অভিযান অব্যাহত রেখেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সীমান্তে বিজিবিকে পিঠ না দেখানোর কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশের অন্তর্বতীকালীন সরকার। এরই ধারাবাহিকতায় বিজিবি ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী বিএসএফ এর বিপরীতে আত্মমর্যাদাবোধ বজায় রেখে সীমান্তে কঠোর অবস্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সূত্রে জানা যায়, বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন বিওপি’র সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে নভেম্বর মাসে ভারতীয় চিনি, মাদকদ্রব্য, ঔষধ, গরু-মহিষ, শাড়ি-কাপড়, লেহেঙ্গা, কসমেটিকস ও বাংলাদেশি রসুনসহ বিভিন্ন প্রকার ২৬ কোটি টাকার চোরাচালান জব্দ করা হয়েছে। এছাড়া তামাবিল আইসিপি দিয়ে ভারতে যাওয়ার সময় মামলার জামিনে থাকা একজন ইউপি চেয়ারম্যান ও অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ৫ জনসহ মোট ৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।
উল্লেখ্য যে, গত ৫ নভেম্বর সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্তের রাধানগর ও ইসলামপুর এলাকায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর উপ-অধিনায়ক মেজর মোঃ নূরুল হুদা’র নেতৃত্বে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ভারতীয় কসমেটিকস ও ঔষধসহ সিলেটের এযাবৎকালের সবচেয়ে বড় চোরাচালান জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ছিলো ৮ কোটি ৪ লক্ষ ৬৫ হাজার ৬৫০ টাকা।
বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন- আমরা উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ বর্হিগমন প্রতিরোধে সর্বোচ্চ সচেষ্ট রয়েছি। আমাদের এই অভিযানের দ্বারা অব্যাহত থাকবে এবং দেশের প্রয়োজনে যেকোনো কাজে বিজিবি সর্বোচ্চ সচেষ্ট থাকবে।