মাধবপুরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
নাহিদ মিয়া মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের আদালতের রায়ে সাজাপ্রাপ্ত সুমন মিয়া (২৮) নামে এক আসামীকে গ্রেফতার করেছে মাধবপুর থানার পুলিশ।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) মাধবপুর থানা এলাকা থেকে সুমন মিয়াকে গ্রেফতার করে।
সুমন মিয়া শাহজাহানপুর ইউনিয়নের ভান্ডারুয়া গ্রামের রফিক মিয়ার পুত্র।
২০২০ সালের একটি জিআর মামলায় সুমন মিয়াকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড করেন আদালত। দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল সুমন।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সুমনকে আজ আটক করতে সক্ষম হয় পুলিশ।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করেছেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন