অবহেলা নয় সহযোগিতা নিয়েই প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর আহবান
তাহিরপুর প্রতিনিধি
অবহেলা নয় সহযোগিতার হাত বাড়িয়ে পাশে দাঁড়ানোসহ সমাজের সকল উন্নয়নমূলক কাজে তাদের সামনে নিয়ে এসে কিভাবে কাজে লাগানো যায় তার জন্য পদক্ষেপ গ্রহণের আহবান জানানো হয় প্রতিবন্ধী দিবসের আলোচনা সভায়।
মঙ্গলবার (০৩ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় র্যালী পরবর্তী আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেমের সভাপতিত্বে তার বক্তব্যে কথা গুলো বলেন।
তিনি আওর বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় তাদেরকে সঠিকভাবে প্রশিক্ষনের মাধমে সম্পদে পরিনত করা সম্ভব তার জন্য সবার সহযোগীতা প্রয়োজন বলে জানান।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মোরাদ, সমাজ সেবক আবুল হাসেম, সিএনআরএস সমন্বয়ক ইয়াহিয়া সাজ্জাদ, ওয়ার্ল্ড ভিশন এপি মোহাম্মদ গোলাম সাকলাইন, প্রোগ্রাম অফিসার মহসিন খান, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তোজাম্মিল হক নাসরুম, সাংবাদিক আলীম উদ্দিন, শওকত হাসান, মনিরাজ শাহ প্রমুখ।