দোয়ারাবাজারে কোরআনে অবমাননার দায়ে যুবক আটক
দৈনিকসিলেট প্রতিবেদক
সুনামগঞ্জের দোয়ারাবাজারে কোরআন শরীফে পা দিয়ে অবমাননার দায়ে আকাশ দাস নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় দোয়ারাবাজার সদরে এ ঘটনা ঘটে।
আকাশ দাস দোয়ারাবাজার সদর এলাকার মংলারপুর গ্রামের প্রফুল্ল দাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আকাশ দাস পবিত্র কোরআন শরিফে পা দিয়ে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করেন। এ সংবাদ তাৎক্ষণিক সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় মুসলিম জনতা ক্ষুব্ধ হয়ে পড়েন। পরে ওই যুবককে ধরে দোয়ারাবাজার থানা পুলিশের হাতে তুলে দেন। পুলিশ তাকে আটক করে।
এ নিয়ে উপজেলার বিভিন্ন এলাকা হতে মুসলিম জনতা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন এবং থানা ঘেরাও করেন। এ সময় উপজেলা জামায়াতের আমির ডা. হারুন অর রশীদ, বিএনপি নেতা আব্দুল বারী ও দোয়ারাবাজার থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সেনাবাহিনী এসে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করে।
বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক।