তাহিরপুর থানা পুলিশের সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ
তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশের উদ্যোগে বুধবার (৪ নভেম্বর) বিকেলে থানার হলরুমে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
তাহিরপুর থানার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও থানা অফিসাস ইনচার্জ (তদন্ত) মনিবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী তাহিরপুর উপজেলার আমীর অধ্যাপক মো: রুকন উদ্দিন, জামায়াত নেতা মোঃ সফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, সাবেক জেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, তাহিরপুর উপজেলা সদর ইউনিয়নের চেয়ারম্যান জুনাব আলী, বিশিষ্ট লেখক ও সাংবাদিক মুহম্মদ আবুল হোসেন, তাহিরপুর উপজেলা বিএনপি’র সাবেক মানবাধিকার সম্পাদক রাকাব উদ্দিন, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, শ্রমিক নেতা আব্দুল আলীম ইমতিয়াজ, হেফাজত ইসলামের উপজেলা সিনিয়র নায়েবে আমীর আবুল কাশেম, খেলাফত মজলিসের সভাপতি মুখলিছুর রহমান, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি নূর উদ্দিন, হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক নুর আহমদ, উপজেলার ইসকনের সভাপতি কৃষ্ণ দাস, হিন্দু সম্প্রদায়ের পূজা উদযাপন কমিটির সভাপতি রতন গাঙ্গুলীসহ উপজেলা বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় সবাই নিজ নিজ অবস্থান থেকে তাহিরপুর উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখায় জন্য কাজ করার আহবান ও শান্তি কামনার প্রত্যয় ব্যক্ত করেন।